মোদী জমানায় এবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো পশ্চিম দুনিয়ার বাজারগুলিতে আগের তুলনায় ২২ শতাংশ কমে গেল ভারতের রপ্তানি। গত তিন বছরের মধ্যে রপ্তানি সর্বোচ্চ হ্রাস পেয়ে এই বছর জুন মাসে ৩২.৯৭ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে৷ বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রপ্তানি ও আমদানি হ্রাসের কারণে চলতি বছরের জুনে বাণিজ্য ঘাটতি হয়েছে ২০.৩ বিলিয়ন ডলার। তুলনামূলক বিচার করলে দেখা যাবে, গত বছরের একই মাসে ঘাটতির পরিমাণ ছিল ২২.০৭ বিলিয়ন ডলার।
জুন মাসে অন্তর্মুখী শিপমেন্ট ১৭.৪৮ শতাংশ কমে ৫৩.১০ বিলিয়ন ডলার হয়েছে। বহু উল্লেখযোগ্য লাভজনক খাতে রপ্তানি কমেছে। পাথর ও স্বর্ণালংকারের ক্ষেত্রে রফতানি হ্রাস হয়েছে ৩৩ শতাংশ, টেক্সটাইল ক্ষেত্রে ২৭ শতাংশ, যন্ত্রপাতি ও উপকরণের ক্ষেত্রে ২৫ শতাংশ, রাসায়নিক দ্রব্যে ২৪ শতাংশ ও ট্রান্সপোর্ট উপকরণের ক্ষেত্রে ২২ শতাংশ কমেছে রপ্তানি। এর পাশাপাশি, জুন মাসে ভারতের আমদানিও কমেছে ১৭.৪৮ শতাংশ। সে মাসে আমদানি হয়েছে ৫ হাজার ৩১০ কোটি ডলারের পণ্য। এর ফলে বাণিজ্য ঘাটতি কমে ২ হাজার ৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।