গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর স্ত্রী বীণা ভদ্রর। স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান সুজয়কৃষ্ণ ভদ্র। তবে প্যারোলের মেয়াদ শেষের পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। সোমবার প্রেসিডেন্সি জেলে ইডি আধিকারিকদের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশমতো সোমবারই প্যারোলের মেয়াদ শেষ হয় সুজয়কৃষ্ণ ভদ্রের। আর তারপরই প্রেসিডেন্সি জেলে ফেরেন ‘কালীঘাটের কাকু’। সকাল ১১টা নাগাদ ইডি আধিকারিকদের সামনে প্রথমে পড়ে যান তিনি। বমি করতে শুরু করেন। তড়িঘড়ি জেল কর্তৃপক্ষ দৌড়ে আসে। জেল হাসপাতালের চিকিৎসকদের ডেকে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইডি আধিকারিক এবং জেল কর্তৃপক্ষের যৌথ সম্মতিতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।