পঞ্চায়েত ভোটের আবহে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছে বিজেপি। পাঁচ মাসের মধ্যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে বলে মন্তব্য করে ইতিমধ্যেই জল্পনা উস্কে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া গোষ্ঠীর নেতা শান্তনু ঠাকুর। তাঁকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। কিন্তু সেই মন্তব্যের সঙ্গে এক মত হলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দিলীপ যেন সরাসরিই তাঁদের বিরোধিতা করলেন। তাঁর সটান প্রশ্ন, ‘বাংলায় গণতন্ত্রকে হত্যা করার অনুমতি কে দিয়েছে? মানুষের জনমতে সরকার তৈরি হয়েছে। তাকে ভেঙে দেওয়াটাও গণতন্ত্রবিরোধী।’ দিলীপের এই উল্টো সুর গাওয়ায় ফের একবার প্রকাশ্যে চলে এল বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব।
সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ। তখনই তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার বাংলায় ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা প্রয়োগ করার কথা ভাবছে কি না, আমার ঠিক জানা নেই। পশ্চিমবঙ্গে আগে কখনও তা হয়েছে কি না, জানি না। সম্ভবত, বিজেপিও কোনও রাজ্যে এটা করেনি।’ এদিকে, শান্তনু বা সুকান্তের এই ‘সরকার পড়ে যাওয়া’ মন্তব্যকে তেমন গুরুত্ব দেয়নি তৃণমূল। এ প্রসঙ্গে রবিবারই শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ‘এঁরা তো ক্যালেন্ডার মেনে চলেন। এর আগেও অনেক তারিখ দিয়েছেন। সেই সব তারিখ মেলেনি। সংবাদমাধ্যমকে এঁরা দিনভর বিস্ফোরক খবর সরবরাহ করে বেড়ান।’ সোমবার দিলীপের মন্তব্য শুনে কুণাল বলেন, ‘বিজেপি ক্যালেন্ডার রাজনীতি করে। দিলীপ যা বলেছেন, তা ঠিকই। জনগণের সরকার ভেঙে দেওয়া তো অবশ্যই গণতন্ত্রবিরোধী। এটা করলে বিজেপিরই ক্ষতি হবে।’