গত শনিবারই নির্ধারিত হয়ে গিয়েছে ফলাফল। পদ্মশিবিরের ‘ডামি’ প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের ছয় প্রার্থী এবং বিজেপি থেকে এক প্রার্থী রাজ্যসভায় যাচ্ছেন। আজ সোমবার রাজ্যসভার ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সাত জন প্রার্থী জয়ের শংসাপত্র হাতে পেলেন।
এদিন প্রথমে তৃণমূলের প্রার্থীদের শংসাপত্র দেওয়া হয়। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধী জোটের বৈঠকে যোগদান করতে বেঙ্গালুরুর যাওয়ায় তাঁর হয়ে শংসাপত্র নেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শংসাপত্র গ্রহণ করেন সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক ও সাকেত গোখলে।