এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। ভোট শেষের পরেও সেই ধারা অব্যাহত। এবার ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানের বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হল বাইক ও টোটোতে।
গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথের পারগুনটি গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী সঞ্জয় মন্ডল বৃদ্ধ মা নমিতা মন্ডলকে নিয়ে বসবাস করেন। এলাকায় দক্ষ সংগঠক হিসেবে পরিচিত তিনি। গতকাল একদল দুষ্কৃতী গভীর রাত্রে তার বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ি ভাঙচুর করে তারপর তারপর টোটো ও বাইকে আগুন লাগিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট দাউদাউ করে আগুন জলে। নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করছে। পুলিশ তদন্ত শুরু করেছে।