গা ঢাকা দিয়েও হল না লাভ। মালদহের বামনগোলার মদনাবতীর কয়নাদিখি গ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ। পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক নয় পারিবারিক বিবাদেই খুন হন ওই বৃদ্ধ।
রবিবার সকালে নিজের বাড়ি থেকে এলাকার সক্রিয় বিজেপি কর্মী বুরন মুর্মুর দেহ উদ্ধার হয়। সেই সময় তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। শরীরেও ছিল একাধিক ক্ষতচিহ্ন। বুরনের পুত্রবধূ এবার পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন। বিজেপি প্রার্থীর কাছে হেরেও যান তিনি। প্রতিবেশীদের দাবি, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। প্রায়শয়ই ওই বিজেপি কর্মীকে ছেলে ও পুত্রবধূ হুমকি দেন বলেও অভিযোগ। তারপরই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, মারধর করে খুনের পর আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের মদতে ছেলে তার বাবাকে খুন করেছে বলেই অভিযোগ। এই ঘটনার পর থেকে বিজেপি কর্মীর ছেলে বিপ্লব মুর্মু ফেরার হয়ে যায়। তাই খুনের সন্দেহ আরও প্রকট হয়। পুলিশের কাছে হাতজোড় করে গ্রেপ্তারির দাবি জানান পরাজিত বিজেপি প্রার্থী। পুলিশ পুত্রবধূকে আটক করে রবিবারই। দেহ উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে ছেলে বিপ্লব মুর্মুকেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের সোমবার তোলা হবে আদালতে।