এবার খোদ যোগী রাজ্যে সন্ধান মিলল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক চরের! ইতিমধ্যেই তা্কে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মোটা টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করতেন ধৃত যুবক। জেরায় গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন তিনি।
এটিএস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ রইস। তিনি উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার তারাবগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে রইস জানিয়েছেন, মাঝে কাজের খোঁজ মুম্বই যান তিনি। সেখানে আরমান নামের এক যুবকের সঙ্গে আলাপ হয়।
তাঁকে আরব আমিরশাহিতে কাজ খুঁজে দিতে বলেছিলেন রইস। তখনই মোটা টাকার বিনিময়ে চরবৃত্তির প্রলোভন দেখান আরমান। এর পরেই রইসের আইএসআইয়ে হয়ে চরবৃত্তির শুরু। মাঝে পাক গুপ্তচর হুসেন ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চেয়ে ফোন করে রইসকে। বিনিময়ে ১৫ হাজার টাকা পাঠানো হয় তাঁকে। কথা মতো সেই কাজ শুরু করে রইস।