এবার বিজেপিকে কড়া ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের সেচমন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক। গতকাল অর্থাৎ রবিবার রবিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে গোবরডাঙ্গা টাউন হলে তৃণমূলের এক কর্মীসভা থেকে তিনি সুর চড়িয়ে বলেন, “কোনও বাপের বেটার ক্ষমতা থাকলে ৩৫৫ ধারা জারি করে দেখাক। ৩৫৫, ৩৫৬ বলে মমতাকে ভয় দেখাতে চাইছে । ২০২১ শে ভাঙা পা নিয়ে মমতা খেল দেখিয়ে দিয়েছেন, এবারও পঞ্চায়েতে ৭০ শতাংশ আসনে নতুন মুখ দিয়েও ভালো ফল হয়েছে।”
পাশাপাশি, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করতে ছাড়েননি পার্থ। “শান্তনু ঠাকুর অনুমতি দিলেই ঠাকুরবাড়িতে কেউ পুজো করতে পারবে, আর অনুমতি না দিলে কেউ পুজো করতে পারবেনা, এটা কেউ মানে না বলেই আমার বিশ্বাস। আর এর জন্যই ওর নিজের বুথেই আড়াইশো ভোটে ওকে হারিয়ে দিয়েছে মানুষ”, জানিয়েছেন তিনি।