আগামী মঙ্গলবার বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক। সেখানে আগামীকাল রাতে সনিয়া গান্ধীর দেওয়া নৈশ ভোজ এবং পরদিন মঙ্গলবার দিনভর আলোচনায় অংশ নেবে আম আদমি পার্টি। দিল্লি অর্ডিন্যান্স ঘিরে কংগ্রেসের অবস্থানের জেরে আপের যোগদান নিয়ে শঙ্কার কালো মেঘ জমেছিল। রবিরার তা কেটে গিয়েছে।
রবিবার বিকালে আপ নেতা রাঘব চাড্ডা ঘোষণা করেছেন, দলীয় প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের শীর্ষ নেতৃত্ব নৈশ ভোজ এবং বৈঠকে অংশ নেবে। তার আগে দুপুরে কেজরিওয়ালের বাড়িতে বৈঠক বসে আপের রাজনীতি বিষয়ক কমিটি।
কেন্দ্রীয় সরকার দিল্লি সরকারের হাত থেকে অফিসার বদলির অধিকার নিজেদের হাতে নিতে অর্ডিন্যান্স জারি করেছে। যদিও এই ব্যাপারে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষেই রায় দিয়েছিল। সেই রায় উল্টে দিতেই অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার।
বিরোধীদের পাটনা বৈঠকের আগে আপ বিজেপি বিরোধী সব দলকেই সংসদে অর্ডিন্যান্সের বিরোধিতায় রাজি করায়। কিন্তু কংগ্রেসের সম্মতি কিছুতেই আদায় করা যাচ্ছিল না। কংগ্রেসের দিল্লি ও পাঞ্জাবের নেতারা আপের দাবি মানতে রাজি ছিলেন না। কারণ, ওই দুই রাজ্যে বিজেপি নয়, আপই কংগ্রেসের মূল প্রতিপক্ষ।
অন্যদিকে, কংগ্রেসের উপর চাপ তৈরি করতে আপ পাটনার বৈঠকে অংশ নিলেও যৌথ সাংবাদিক সম্মেলনে দলের কেউ ছিলেন না। পরে আপ জানিয়ে দেয় কংগ্রেস সমর্থমনের কথা না জানালে তারা বেঙ্গুলুরুর বৈঠকে অংশ নেবে না।