সদ্যই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনপর্ব। এমতাবস্থায় রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে, তেমনই সৌজন্যের অনন্য দৃষ্টান্ত ধরা পড়ল হাওড়ার জগৎবল্লভপুরে। বিরোধী দলের এজেন্ট ও প্রার্থীদের বাড়ি বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে যেতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদের। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় তৃণমূল কংগ্রেসের এমন সৌজন্যের রাজনীতিতে মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ। বিরোধী দলের নেতা কর্মীরা যাতে ভীত না হন এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য দুয়ারে দুয়ারে গিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল।
প্রসঙ্গত, ভোট চলাকালীন দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগ রয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপি, কংগ্রেস, আইএসএফ আশ্রিত দষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বলে বলে অভিযোগ করেছে জোড়াফুল শিবির। অন্যদিকে বেশ কিছু জায়গায় বিরোধীরা অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই আবহে হাওড়ায় এহেন সৌজন্যের রাজনীতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।