গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বাদ যায়নি উত্তরাখণ্ডও। এবার উত্তরাখণ্ডের উপর দিয়ে বয়ে চলা গঙ্গা নদী বিপদসীমা পার করল। অন্যদিকে, মৌসম ভবনের তরফেও আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে বিপদ আরও বাড়তে পারে। এমনিতেই লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে বন্ধ হয়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।
উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে গঙ্গা নদী বিপদসীমা পার করেছে। হরিদ্বারেও জল বিপদসীমা ছুঁইছুঁই। অলকানন্দা নদীর উপরে তৈরি বাঁধ থেকে জল ছাড়ার কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এদিকে, রাজ্য জুড়ে ভারী বৃষ্টিও জারি রয়েছে। একাধিক জায়গায় জল জমেছে। দেরাদুন আবহাওয়া কেন্দ্রের তরফে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ, সোমবার উত্তরাখণ্ডের ১৩টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। রবিবারও রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হয়, যার জেরে বদ্রীনাথ হাইওয়ে সহ একাধিক জায়গায় ধস নামে। আজও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিতে পারে বলে আগাম জানানো হয়েছে।