দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিঞ্চিৎ বাড়লেও বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামী ২৪ ঘণ্টা পরে বৃষ্টি কিছুটা কমতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। কলকাতার আকাশ আজ মূলত মেঘাচ্ছন্ন। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।
পাশাপাশি, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলায় একটানা বৃষ্টি চলবে। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরেও। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এসবের মধ্যেই আগামী কাল, মঙ্গলবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নাড়নাউল, গোয়ালিয়ার চুর্ক এবং এরপর ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে ওড়িশার বালাসোরের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। অন্য দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা ও গুজরাট রাজ্যে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী পাঁচ দিন। কঙ্কন ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্ণাটক, কেরল, মাহেতেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।