ভোট মিটলেও নন্দীগ্রামে শান্তি ফেরেনি। বরং, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নতুন করে চড়ছে এলাকার রাজনৈতিক পারদ। শাসক-বিরোধী পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনছে। নন্দীগ্রামের ভেকুটিয়ায় এক মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।
এরপরই পুলিশ জানায়, ওই হামলার ঘটনায় শুক্রবার রাতে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা, বিজেপির সক্রিয় কর্মী। আজ তাদের আদালতে তোলা হবে।
জানা গিয়েছে, নন্দীগ্রামের ভেকুটিয়া গ্ৰাম পঞ্চায়েতের মনুচকে তৃণমূল করার অপরাধে গত বুধবার রাতে এক মহিলাকে গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি, পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ওই ঘটনার পর শুক্রবার নন্দীগ্রামে যায় কুণাল ঘোষ, শশী পাঁজার নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল।