প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। দেশজুড়ে বিজেপির প্রচারের জন্যে সাধারণ মানুষের করের টাকা জলের মতো খরচ করছে মোদী সরকার, এক আরটিআই-তে জানা গিয়েছে এমনটাই। জায়গায় জায়গায় নানান রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাড়ম্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় সর্বত্রই। যার জেরে খরচও হয় বিস্তর। এই ব্যয় প্রসঙ্গে জানতেই তথ্য অধিকার আইনে সওয়াল করেছিলেন আরটিআই কর্মী বিজয় থোট্টাথিল।
উল্লেখ্য, এর উত্তরে জানানো হয়েছে যে চলতি বছরের ২৫শে এপ্রিল তিরুবান্তপুরমে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব সামলে ছিল, মৈত্রী অ্যাডভ্যাটাইজিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। খরচ বাবদ ওই সংস্থাকে ১ কোটি ৪৮ লক্ষ টাকা মিটিয়েছে সরকার। আম জনতার টাকা কেন এভাবে প্রচারের জন্যে খরচ করা হচ্ছে? একটি বন্দে ভারতের উদ্বোধনেই যদি দেড় কোটি টাকা খরচ হয়, তাহলে দেশজুড়ে এতগুলো ট্রেনের উদ্বোধনে মোট কত পরিমাণ টাকা ব্যয় হয়েছে? সংশয় প্রকাশ করে উক্ত আরটিআই কর্মী প্রশ্ন তুলেছেন এমনটাই। পাশাপাশি সরব হয়েছে একাধিক মহল।