ক্রমাগত বর্ষণের জেরে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকা। বাড়ছে নদীর জলস্তর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এবার তার মোকাবিলা করতে উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন। রয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক-সহ অন্যান্যরা। থাকছেন কৃষি ও সেচ সচিবরা। টুইট করে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।
প্রসঙ্গত, আজ সকালে টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামীকাল বিপর্যয় মোকাবিলা টিম যাবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, নদীর জলস্তর বেড়েছে, রাস্তার পরিস্থিতি খারাপ। সব মিলিয়ে প্রবল সমস্যায় মানুষ, ডিএম-এসপি-রা রয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ করছে।” মুখ্যমন্ত্রী টুইটে আরও জানিয়েছেন, তিনি নিজে গোটা পরিস্থিতি মনিটরিং করছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্যে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।