রাজধানীর প্রশাসনিক ক্ষমতা নিজেদের দখলে রাখার উদ্দেশ্যে অধ্যাদেশ জারি করেছিল মোদী সরকার। সে নিয়ে বিরোধিতায় সরব হয়েছিল দিল্লীর শাসকদল আপ। এবার এই ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে দাঁড়াল কংগ্রেস। শনিবার সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে আপকে সমর্থনের সিদ্ধান্ত নিল দল। এই বিষয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন, “মোদী সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ করছে, তার বিরোধিতা করবে কংগ্রেস। ফলে আপনাদের বুঝে নিতে হবে কংগ্রেসের অবস্থান কী।” প্রসঙ্গত, এই অধ্যাদেশ নিয়ে বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির দ্বন্দ্ব চলছিল। দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী দেখা করে পাশে থাকার আবেদন জানালেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল না কংগ্রেস। অবশেষে আপের পাশে দাঁড়াল তারা।
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ই জুলাই জোটের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে হাজির থাকবেন সোনিয়া গান্ধী। তিনি চাইছিলেন না, অধ্যাদেশ নিয়ে ফের অশান্তির পরিবেশ তৈরি হোক। তাই বেঙ্গালুরু বৈঠকের আগেই সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জোটের বৈঠকের আগে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইতিবাচক বার্তা দিতেই সোনিয়ার এই কৌশল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। অন্যদিকে, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া পড়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সাত সদস্যের কমিটি গঠন করল কংগ্রেস। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, অভিষেক মনু সিংভি, মণীশ তিওয়ারি প্রমুখ শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন উক্ত কমিটিতে।