এখনও বাকি রয়েছে দিনকয়েক। আগামী ২৪শে জুলাই রাজ্যসভার নির্বাচন। তবে তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন বাংলার ৭ প্রার্থী। প্রসঙ্গত, তৃণমূলের ৬ জন ও বিজেপির তরফে অনন্ত মহারাজকে জয়ী ঘোষণা করা হয়েছে। শনিবারই ছিল মনোনয়নের শেষ দিন। ওই ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওই আসনগুলিতে কেউ মনোনয়ন দেননি। সেই কারণে বিনা লড়াইয়ে জয়লাভ করলেন তাঁরা। তৃণমূলের তরফে ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন , সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইককে জয়ী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বিজেপির একটি আসনে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ মনোনয়ন দেন। ‘ডামি’ প্রার্থী হিসেবে উত্তরবঙ্গের আরেক নেতা রথীন বসুও মনোনয়ন পেশ করেছিলেন। তবে আজ তিনি মনোনয়ন তুলে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন অনন্ত মহারাজও।
উল্লেখ্য, তৃণমূলের তিন প্রার্থী এবার নতুন। তাঁরা হলেন – সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। বাকি তিনজন অভিজ্ঞ। নতুন প্রার্থীরা এই জয়ে অত্যন্ত খুশি। ইতিমধ্যেই নতুন দায়িত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। বীরভূমের সামিরুল ইসলাম মনোনয়ন দেওয়ার পরই সাংবাদিকদের জানিয়েছিলেন, কীভাবে সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে হয়, তা নিয়ে এখন থেকেই পড়াশোনা করছেন তিনি। সংখ্যালঘু মুখ হলেও মানুষের জন্য কাজ করতে চান, তুলে ধরতে চান বাংলার একাধিক ইস্যু, এসবই জানিয়েছেন সামিরুল। আগামী ২৪শে জুলাই রাজ্যসভার নির্বাচন। তারপরই শপথগ্রহণ অনুষ্ঠান।