ক্রমাগত বর্ষণের জেরেই ঘটল বিড়ম্বনা। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে দীঘা যাওয়ার পথে রেললাইনে নামল বড়সড় ধস। তার ফলে ব্যাহত হল ট্রেন চলাচল। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, নন্দকুমার থেকে দিঘা যাওয়ার পথে উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেললাইনের মাঝে প্রায় ১৫ ফুটের মতো এলাকায় ধস নামে। শনিবার সকালে সেই ধস দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়েই রেল আধিকারিকরা তড়িঘড়ি পৌঁছন ঘটনাস্থলে। শুরু হয় লাইন মেরামতির কাজ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হন যাত্রীরা। উল্লেখ্য, মাসখানেক আগে ওড়িশার বাহানাগায় দুর্ঘটনার শিকার হয় করমণ্ডল এক্সপ্রেস। প্রাণহানিও হয় বহু। তার রেশ কাটতে না কাটতেই ফের রেল লাইনে ধসের ঘটনায় শিউরে উঠছেন প্রত্যেকে। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল।