দেশ জুড়ে হু হু করে বাড়ছে সবজির দাম। এরই মাঝে, সবজির দাম বৃদ্ধি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এক মন্তব্য ঘিরে শুরু হল বিতর্ক। গুয়াহাটিতে, ‘সবজি আর মশলা বিক্রি করতে দেওয়া হবে না মিঞা মুসলিমদের’, এমন মন্তব্যের জন্য হিমন্ত বিশ্বশর্মাকে টার্গেট করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল।
শুক্রবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলাদেশ থেকে আগত মুসলিমদের টার্গেট করে কিছু মন্তব্য করেন। তিনি বলেন ‘মিঞা মুসলিমরা’ আসামে সবজির দাম বৃদ্ধির জন্য দায়ী। মানুষের থেকে তাঁরা বেশি দাম নিচ্ছেন জিনিস বিক্রি করতে। যদি কোনও অসমীয়া এই সবজি বিক্রি করতেন, তাহলে তাঁরা অসমীয়াদের থেকে বেশি দাম নিতেন না’।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, গুয়াহাটিতে সবজি ও মশলা বিক্রি করতে দেওয়া হবে না মিঞা মুসলিমদের। এরপরই অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল বলেছেন, ‘এইভাবে অসমীয়া ও মুসলিমদের মধ্যে বিভেদ তৈরী করা হচ্ছে।’
বদরুদ্দিন আজমল বলেন,’মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, গুয়াহাটিতে মিঞা মুসলিমদের সবজি আর মশলা বিক্রি করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান। তাঁর মুখে এসব কথা ঠিক নয়। আমি এটা পছন্দ করছি না।’ এরইসঙ্গে বদরুদ্দিন বলেন,’ এসব করে তিনি বিভেদ তৈরি করতে চাইছেন মুসলিম আর অসমীয়াদের মধ্যে। আর এই সবের পর যদি কোনও ঘটনা ঘটে যায়, তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দায়ী থাকবেন।’