বিজেপিশাসিত মণিপুরে এখনও জ্বলছে জাতিদাঙ্গার আগুন। অব্যাহত হিংসা। মেলেনি কোনও সুরাহাসূত্র। আতঙ্কে দিন কাটাচ্ছেন সে রাজ্যের বাসিন্দারা। এমতাবস্থায় ফের হিংসার বলি হলেন একজন। নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে জনৈক মহিলার। শুধু তাই নয়, তাঁর মুখ একেবারে বিকৃত করে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলে দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, পুলিশের তিনটি ট্রাক আগুনে পুড়িয়ে দেওয়া হয় থানার সামনেই। ঘটনাটি ঘটেছে সাওমবং এলাকায়। জানা গিয়েছে, শনিবার সন্ধেবেলা নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন উক্ত মহিলা। আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালায় তারা। নিজের বাড়ির সামনেই ৫০ বছর বয়সী ওই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রসঙ্গত, গুলি চালিয়ে পালানোর আগে ওই মহিলার মুখেও আঘাত করে দুষ্কৃতীরা। মৃতদেহের মুখ একেবারে থেঁতলে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনও আততায়ীদের খোঁজ মেলেনি। গোটা এলাকা ঘিরে বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বয়ানও নেওয়া হচ্ছে। পাশাপাশি, আওয়াং সেকমাই এলাকায় থানার সামনে পুলিশের ব্যবহৃত তিনটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়। তবে এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি। প্রসঙ্গত, মে মাসের শুরু থেকেই জাতি বিক্ষোভে তোলপাড় গোটা মণিপুর। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১৫০ জনের। তারপরেই প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসার খবর মিলছে। তবুও হেলদোল নেই মোদী সরকারের। ইতিমধ্যেই এ নিয়ে নিন্দায় সরব হয়েছে বিরোধীরা।