এবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকে তীব্র ভর্ৎসনা করল আদালত। নিয়োগ দুর্নীতির কিংপিন কে এবং দুর্নীতির পিছনে কার মাথা রয়েছে তা জানতে কি অনন্তকাল ধরে তদন্ত চলবে? এমনই প্রশ্ন তুলে শুক্রবার ভরা আদালতে ওই দুই তদন্তকারী সংস্থাকে কার্যত তুলোধোনা করেন বিচারপতি অমৃতা সিনহা।
বিচারপতির রীতিমতো তাৎপর্যপূর্ণ প্রশ্ন, ‘আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন, তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে তো?’ রীতিমতো অসন্তোষ প্রকাশ করে শুক্রবার আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, ‘আকাঙ্ক্ষিত গতিতে আপনাদের তদন্ত চলছে না।’