প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এবার কংগ্রেস নেতার কটাক্ষ, ফ্রান্সের কাছ থেকে ২৬টি মেরিন রাফেল যুদ্ধ বিমান কেনার বিনিময়ে সে দেশে বাস্তিল উৎসবে যোগদানের টিকিট পেয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ওই উৎসবে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন হিসাবে ভারতীয় সেনা বাহিনীর জওয়ানেরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। মোদীর এই সফরে মেরিন রাফাল বিমান কেনার বিষয়ে প্রাথমিক কথা হয়। ৮২ হাজার কোটি টাকায় ভারত সরকার ওই বিমানগুলি কিনবে।
চার বছর আগে ফ্রান্সের কাছ থেকেই রাফাল বিমান কেনা নিয়ে রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন। অভিযোগ করা হয় ওই যুদ্ধ বিমান কেনায় ঘুষ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল ২০১৯ এর লোকসভা ভোটে ‘চৌকিদার চোর হ্যায়’স্লোগান তোলেন। এবার মেরিন রাফাল কেনা নিয়ে তেমন অভিযোগ তোলেননি।
তবে মোদীকে বিঁধেছেন মণিপুর নিয়ে। প্রাক্তন কংগ্রেস সভাপতির কথায়, প্রধানমন্ত্রী যখন ফ্রান্সের উৎসবে সংবর্ধনা নিচ্ছেন তখন ইউরোপীয় ইউনিয়ন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের ভূমিকায় মুখর। অথচ প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে নীরব।
রাহুল নিজে মণিপুর ঘুরে এসেছেন। সেই সফরের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি সরকারকে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন। হস্তক্ষেপ দাবি করেন প্রধানমন্ত্রীর। কিন্তু মণিপুরে হিংসা শুরুর পর থেকে প্রধানমন্ত্রী এখনও একটি শব্দও উচ্চারণ করেননি।