আগেই রোগীদের চিকিৎসার ইতিহাস সহজেই হাতের মুঠোয় আনতে সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি একটি ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করার চিন্তাভাবনা শুরু করেছিল রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার ওপর নির্ভরশীল মানুষদের ভোগান্তি কমাতে রাজ্যজুড়ে এক ও অভিন্ন আউটডোর নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও জেলা সদরের মেডিকেল কলেজগুলি থেকে শুরু করে গ্রামীণ এলাকার সুস্বাস্থ্যকেন্দ্র, কয়েক হাজার সরকারি হাসপাতাল যুক্ত হবে এই নেটওয়ার্কে। সমস্ত আউটডোর যুক্ত হবে উন্নত মানের কম্পিউটার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থায়। এর ফলে, বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে রোগ ও রক্তপরীক্ষার জন্য সেখানেই লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনও আউটডোর টিকিটের বিশেষ নম্বর অ্যাকসেস করা যাবে স্বাস্থ্য দফতরের যে কোনও কম্পিউটার থেকেই।
এতদিন বড় হাসপাতালে ডাক্তার দেখিয়ে আউটডোরের কাগজে লেখা টেস্ট এলাকার হাসপাতালে গিয়ে করাতে কালঘাম ছুটে যেত। সেই ভোগান্তি এবার বন্ধ হতে বসেছে। রাজ্য সরকার যে এক ও অভিন্ন আউটডোর নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে তার জেরে যে কোনও আউটডোর টিকিটের বিশেষ নম্বর অ্যাকসেস করেই বিনামূল্যে রোগ বা রক্তপরীক্ষা করানো সম্ভব হবে। নতুন করে টিকিট করার প্রয়োজন পড়বে না। নয়া পরিকল্পনায় এলাকার হাসপাতালে নতুন করে ডাক্তার দেখানোর প্রয়োজনও পড়বে না। বড় হাসপাতালের টিকিট বাড়ির কাছের হাসপাতালে এন্ট্রি করিয়ে নিলেই সব তথ্য বেরিয়ে আসবে। এর ফলে মানুষের ভোগান্তি কমবে।