প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিশ্বগুরু’ হিসাবে তুলে ধরছে বিজেপি। দলের দাবি, নরেন্দ্র মোদীর সময়ে গোটা বিশ্বে ভারতের মর্যাদা বেড়েছে। দেশের অর্থনৈতিক ও সামরিক শক্তিকে সমীহ করে বিশ্বের বৃহৎ শক্তিগুলিও।
এমনই এক বৃহৎ শক্তি ফ্রান্সে প্রধানমন্ত্রী যখন সে দেশের মর্যাদাপূর্ণ অনুষ্ঠান বাস্তিল উৎসবে অংশ নিচ্ছেন তখন ‘বিশ্বগুরু’ মোদীকে নিয়ে একটি ভিডিও চিত্র বানিয়েছে বিজেপি। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেটি আপলোড হওয়ার খানিক পরেই বিতর্ক শুরু হয়।
দেখা যায়, অ্যানিমেটেড ফিল্মটিতে ভারতের মানচিত্রে কাশ্মীর ও লাদাখ নেই। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও সেটি টুইট করেন। যদিও মানচিত্র বিভ্রাট নিয়ে বিজেপি টুঁ শব্দটি করেনি। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সেটি সরিয়ে নেওয়া হয়।
কিন্তু ভিডিও চিত্রটি নিয়ে সরব হয়েছে কংগ্রেস ও নাগরিক সমাজের একাংশ। নাগরিক সমাজের অনেকেরই বক্তব্য, এমন ভুল অবিজেপি শিবিরের কেউ করলে বিজেপি তাকে পাকিস্তান চলে যাওয়ার নিদান দিত। দেশদ্রোহিতার অভিযোগে মামলা ঠুকে দিত।
কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের বক্তব্য, ‘যারা বাকিদের দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করে থাকে তারা নিজেরাই প্রকৃত বিশ্বাসঘাতক। ভারতের ভূখণ্ডের কিছু অংশকে চিন ও পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা বিজেপির ভুল নয়। এটা হল, যা তারা চায়। বিজেপি আসলে ভারতের অখণ্ডতা নিয়ে খেলা করছে।’