২০১৯ সালের ২২ জানুয়ারি উৎক্ষেপণ হয় চন্দ্রযান ২। যার অরবিটরটি সফলভাবে চন্দ্রকক্ষে প্রবেশ করলেও অবতরণের ঠিক আগের মুহূর্তে ল্যান্ডারটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই ৬১৫ কোটি টাকা খরচ করে ফের নতুন করে গড়ে তোলা হয়েছে চন্দ্রযান ৩। গতকাল যা চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে। ২৪ জুলাই শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিটে চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা। কলকাতা পুলিশও অভিনন্দন জানিয়ে একটি কার্ড পোস্ট করেছে। তাতে যাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশ যে কার্ডটি পোস্ট করেছে, তাতে ওপর এবং নীচের দিকে দুটি ভিন্ন ছবি দেখা যাচ্ছে। উপরে দেখা যাচ্ছে চন্দ্রযান-৩-এর চাঁদের দেশে পাড়ি দেওয়ার মুহূর্ত। নীচের ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বেপরোয়া ভাবে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার করছে। আর ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘চাঁদেই যদি যেতে হয়, চন্দ্রযানেই যান নাহয়’! এই ক্যাপশনের ব্যাখ্যা হচ্ছে, এভাবে রাস্তা পার হলে সোজা চাঁদে যেতে হবে। তাই জীবনের ঝুঁকি না নিয়ে, ট্রাফিক সিগন্যাল দেখে, রাস্তা পারাপার করাটাই বাঞ্ছনীয়। কলকাতা পুলিশ এই কার্ডটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার শতাধিক শেয়ার হয়েছে।