গত মাসেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু তারপর উত্তরবঙ্গ ভাসলেও সেভাবে বৃষ্টির দেখাই পাননি দক্ষিণবঙ্গবাসী। বরং নতুন করে বেড়েছে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি। শেষমেশ সুখবর দিল আবহাওয়া দফতর। পূর্বাভাসে তারা জানাল, উত্তরবঙ্গের মানুষ এবার লাগাতার বৃষ্টির হাত থেকে মুক্তি পেতে চলেছেন। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলিতে। আজ শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে কাল থেকেই অনেকটা কমে যাবে বৃষ্টির পরিমাণ। যদিও কমে গেলেও বৃষ্টি একেবারে থেমে যাবে না। ফলে বন্যার সতর্কতা জারি থাকছে এখনও। নদীগুলির জলস্থল বেড়ে থাকার কারণে নিচু এলাকায় বন্যা এবং ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমান্যতা কমতে পারে। ধসের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে পার্বত্য এলাকাগুলিতে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকেই বৃষ্টি খানিকটা বাড়তে পারে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরও কিছুদিন। কলকাতায় শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুদিন আকাশ মূলত মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।