এবারের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থীকে ৪২ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। আর তার পরেই ফের নিজের পুরনো পেশা, সবজি বিক্রি শুরু করে দিলেন মাজদিয়ার গৌরাঙ্গ ঘোষ। নবদ্বীপের গোঁসাইবাজারে আগের মতোই দিনভর সবজি বিক্রি করলেন।
দীর্ঘ ২৩ বছর ধরে সবজি বিক্রি করেই সংসার চালান নবদ্বীপের মাজদিয়ার গাজনতলার বাসিন্দা গৌরাঙ্গ ওরফে দেবু। এলাকায় সৎ মানুষ হিসেবেই পরিচিত তিনি। থাকেন ইটের গাঁথুনি দেওয়া বাড়িতে। মাথার ওপর পাকা ছাদও নেই। টিনের চালের ঘরেই মা, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে বাস। নিজের পারিবারিক অবস্থা আহামরি কিছু নয়। কিন্তু মানুষের আপদে-বিপদে যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করেন দেবু। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে রক্তের বন্দোবস্ত করে দেওয়া— গোঁসাইবাজারে সবজি বিক্রির পাশাপাশি এসব কাজও নিয়মিত করে থাকেন গৌরাঙ্গ। সেই তাঁকেই এবারের পঞ্চায়েত ভোটে মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে ২১০ নম্বর বুথে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল।
নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু মণ্ডলকে হারিয়ে জিতেও গিয়েছেন গৌরাঙ্গ। কিন্তু ভোট প্রচার থেকে শুরু করে ফলাফল বেরোনো পর্যন্ত বাজারে বসার সময়ই পাননি তিনি। ফলে রোজগার বন্ধ। ইতিমধ্যেই সংসার চালাতে ধার-দেনা করতে হয়েছে। আর তাই ভোটের ফল বেরোনোর দিন গড়াতে না গড়াতেই ফের আলু-পটল-ঝিঙে-উচ্ছে নিয়ে বাজারে বসেছেন তিনি। তবে এখন তো শুধু সবজি বিক্রি করলেই হবে না। ভোটে জেতার পর দায়িত্ব বেড়েছে অনেক। বিজয়ী হওয়ার পর প্রথমেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জানিয়ে এসেছেন গৌরাঙ্গ। তিনি জানিয়েছেন, এবার তাঁর দায়িত্ব হল বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শোনা।