এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। ভোট শেষের পরেও সেই ধারা অব্যাহত। ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে আহত অনেকে। নন্দীগ্রামের একাধিক জায়গায় বিজেপির বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী। তাঁদের দেখতে শুক্রবার এসএসকেএমে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভর্তি ১৪ দলীয় কর্মীর সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। দেখা করেন তমলুকের টাউন সভাপতি চঞ্চল খাঁড়ার সঙ্গেও, যিনি ভোট পরবর্তী হিংসায় গুরুতর জখম হন।
সেখান থেকে বেরিয়েই বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন অভিষেক। পাশাপাশি বিচারব্যবস্থার একাংশকে নিয়েও যথেষ্ট উষ্মাপ্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি ২০ জন অভিযুক্তের তালিকা নিয়ে যাচ্ছি এখান থেকে। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। এখন প্রশ্ন হল, পুলিশ কেন তাঁদের ধরছে না? যারা এধরনের কাজের সঙ্গে যুক্ত, আইন না মেনে লাগাতার কাজ করে চলেছে, তারা তো বিজেপি করে। হাই কোর্টের রক্ষাকবচ রয়েছে তাঁদের সঙ্গে। আদালত কেন তাঁদের রক্ষাকবচ দিয়ে চলেছে, আমি জানি না। বিজেপির মতো একটা দলকে হৃষ্টপুষ্ট করতে বিচারপতিদের একাংশ যোগসাজশ করে কাজ করছেন। আমাদের তো রক্ষাকবচ দেওয়া হয় না।’ তাঁর সাফ কথা, ‘এর জন্য যদি আদালত অবমাননার মামলা হয়, তো হোক। তবু আমি সাদাকে সাদা, কালোকে কালো বলব।’