বেশিক্ষণ স্থায়ী হল না পদ্ম-সমর্থকদের সামান্য আনন্দ। নির্বাচনপর্ব মিটতেই ঘটল উলটপুরাণ! বিজেপির টিকিটে জিতেই তড়িঘড়ি তৃণমূলে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্যা! কাজল মই নামের ওই জয়ী বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় বাঁকুড়ার ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েত বিরোধীশূন্য হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওন্দা ব্লকের কল্যাণী গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে ১০ টি আসনে জয়ী হয়। ১ টি আসনে জয় পায় বিজেপি। এবার বিজেপির সেই জয়ী প্রার্থী কাজল মই যোগ দিলেন তৃণমূলে। কাজল মইয়ের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বীট।
এবিষয়ে বিজেপির দাবি, ভয় দেখিয়ে ও অর্থের বিনিময়ে বিরোধীদের জোর করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। তবে কাজল মইয়ের বক্তব্য, তিনি মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু একা জিতে সেভাবে কিছুই করে উঠতে পারবেন না। তাই তৃণমূলে যোগ দিলেন। একদা লাল দুর্গ ছিল বাঁকুড়া। তবে ২০১১-এর পালাবদলের পর সেখানকার মাটির দখল নেয় তৃণমূল। ২০১৯ সাল থেকে হাওয়া বদলাতে শুরু করে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে জয়ী হয় বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে আটটি আসন দখল করে নেয় তারা। যদিও তারপর থেকে ক্রমশ দুর্বল হয়েছে সংগঠন। সাধারণ মানুষও আস্থা হারিয়েছে বিজেপির উপর। আর পঞ্চায়েতের এহেন ফলাফল বাঁকুড়ার পদ্ম-নেতৃত্বের মাথাব্যথা আরও বাড়াল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।