একরত্তি বালককে ঘযে ফেরার ‘দিদির সুরক্ষা কবচ’! শুনতে অবাক লাগলেও সত্যি। ভুলবশত ট্রেনে চেপে সে চলে এসেছিল কলকাতায়।পঞ্চায়েত নির্বাচনে পর জেলায় জেলায় চলছে তৃণমূলের বিজয়োৎসব। মুর্শিদাবাদের বাসিন্দা দশ বছরের রাজ ইসলাম বাড়ি থেকে বেরিয়েছিল সেই বিজয় উৎসব দেখবে বলে। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে যায় সে। শখের বসে সে চড়ে বসে ট্রেনে। ভাবে আরেকটু ঘুরে দেখি। ট্রেনে চেপে চলে আসে শিয়ালদহ। শিয়ালদহ পৌঁছে কিশোর বুঝতে পারে, অনেক দূর চলে গিয়েছে। বাড়ি ফেরা বেশ কঠিন। তবু একবার শেষ চেষ্টা করে দেখতে উলটোদিকের ট্রেনে উঠে পড়ে। সেটা ছিল শিয়ালদা কাটোয়া লোকাল। হুগলির জুবিলি ব্রিজ পার করতেই তার মনে হয় ভুল রাস্তায় চসে এসেছে সে।
এরপর, কীভাবে বাড়ি পৌঁছবে জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে রাজ। সেখানে নেমেই দিশেহারা হয়ে ঘোরাফেরা করতে থাকে। স্টেশনে নিচে নেমেই কাঁদতে শুরু করে। এলাকাবাসী ও টোটো চালকরা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে চলে যায় চুঁচুড়া আরোগ্যতে। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে ‘দিদির সুরক্ষা কবচে’র বেল্ট। সেখানে লেখা মুর্শিদাবাদ, ইসলামপুর। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখানো হয় কিশোরকে। সে চিনতে পারে। সঙ্গে সঙ্গে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। তৃণমূলের দৃঢ় জনসংযোগের কারণেই খুব সহজেই তাকে বাড়ি ফেরানো যাচ্ছে বলে মনে করছেন ইন্দ্রজিৎবাবু।