আজ সন্ধ্যায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস ও লোকসভা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রেরণা বিশ্বাস। বিয়ের অনুষ্ঠান হবে হাওড়ার কান্ট্রি ক্লাব রিসর্টে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, “তৃণমূল দলটা হল একটা পরিবারের মতো। সেই পরিবার এখন বড় হয়ে বটগাছের মতো হয়েছে।” পাত্র আবির অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। বাংলার রাজনীতিতে এই পাত্রের পিতৃপরিচয় অনেকটাই গুরুত্বপূর্ণ। নদিয়া জেলায় তৃণমূলের একেবারে গোড়ার দিনের সৈনিক ছিলেন কংগ্রেসি নেতা আনন্দ মোহন বিশ্বাস। পরে লোকসভায় তৃণমূলের সাংসদ হয়েছিলেন তিনি। আনন্দ মোহন বিশ্বাসের মৃত্যুর পর তাঁর ছেলে আবির রঞ্জন বিশ্বাসকে রাজ্যসভায় সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর পাত্রী হলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে প্রেরণা। পাত্র-পাত্রীর পরিণয়ের সূত্রধরও এই প্রাক্তন ফুটবলারই। প্রেরণা জানিয়েছেন, দিল্লীতে বাবার সঙ্গে গিয়ে প্রথমবার আলাপ হয়েছিল আবিরের সঙ্গে। এক প্রকার অ্যারেঞ্জ ম্যারেজ বলা যেতে পারে। তবে বিয়ের কথা পাকা হওয়ার পর তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আর আবির জানিয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় তাঁকে গোড়া থেকেই স্নেহ করেন। ছেলের মতো ভালবাসেন। সেই থেকেই সম্পর্ক আরও গভীর হয়েছে। জানা গিয়েছে, বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কদিন আগে। পঞ্চায়েত ভোটে আবিরও ব্যস্ত ছিলেন। আর ভোট মিটতেই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলছেন তাঁরা। ফলত ময়দানের সবাইকে যেমন বলে উঠতে পারেননি প্রসূন, তেমনই আবিরও সবাইকে ভাল করে জানিয়ে উঠতে পারেননি। পরে আবার হয়ত একটি রিসেপশনের অনুষ্ঠান হবে বলেই জানিয়েছে ঘনিষ্ঠ মহল।