গত বছরই অভিযোগ উঠেছিল যে চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ নিজের প্রভাব খাটিয়ে নিজের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন। আর তারপরই শুরু হয় তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্ত।
এবার কল্যাণী এইমস মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হল বিজেপি বিধায়ককে। শুক্রবার বঙ্কিম ভবানী ভবনে হাজিরা দেন। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবদ করে সিআইডি। এর আগেও জাগুলিয়ায় বিজেপি বিধায়কের বাড়িতে হানা দেয় সিআইডি। সেখানেও তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকেরা।