শেষমেশ বাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট জানালেন, বাংলায় ৩৫৫ জারি করার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা রয়েছে। তাই দাবি করলেই হয় না। সবদিক খতিয়ে দেখতে হয়। এখনই ৩৫৫ ধারা জারি করলে রাজনৈতিকভাবে তৃণমূল সুবিধা পাবে। কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অব্যাহত। জোর করে ৩৫৫ অথবা ৩৫৬ জারি করতে গেলে দলের পক্ষে হিতে বিপরীত হবে। তাই কেন্দ্রের দিকে না তাকিয়ে রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করাই শ্রেয়। বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদারকে এমনই পরামর্শ দিয়েছেন অমিত।
প্রসঙ্গত, রাজ্যে ৩৫৫ ধারা জারি যে কার্যত অসম্ভব, শুক্রবার সন্ধ্যায় অমিত শাহর সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানান, ৩৫৫ ধারা জারির বিষয়টি প্রশাসনিক। প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন বলে সংবাদিকদের সামনে দাবি করেন সুকান্ত। এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তাঁর বাসভবনের সামনে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রচ্ছন্ন হুমকি দেন সুকান্ত। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে উঠেছিল বিতর্কের ঝড়।