একুশের বিধানসভা ভোটের পর থেকেই বিজেপির আন্দোলন চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। বারবারই সামনে চলে আসছে রাজ্য নেতাদের মধ্যে মতানৈক্য, অন্তর্কলহ। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর এবার যেমন ফের প্রকাশ্যে বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার মধ্যে মতানৈক্য।
পঞ্চায়েতে সার্বিক জয় আসেনি। বরং নিজের গড়েই জেলা পরিষদ হাতছাড়া হয়েছে। তাই যেভাবেই হোক গ্রামবাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত বোর্ড গঠন করা ঠেকাতে কংগ্রেস-সিপিএমকে কাছে আসার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ‘নো ভোট টু মমতা’র কথাও আগেই বলেছিলেন তিনি। কিন্তু এবার শুভেন্দুর এই স্ট্র্যাটেজি পত্রপাঠ খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় রাজনৈতিক কোনও জোট হোক সেটা আমরা চাইছি না। বিজেপিই এই রাজ্যে প্রধান বিরোধী দল। আমাদের পতাকার নীচে সমস্ত ভোটারদের এক হতে হবে। হয় তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন।’