বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, মুখপাত্র কুণাল ঘোষ প্রমুখেরা
আজ দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে পাল্টা কর্মসূচি পালন করবে তৃণমূল। দলীয় সূত্রের খবর, সেখানে একটি মিছিল হওয়ার কথা। শশী পাঁজা, কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লকে দলের আক্রান্ত কর্মীদের বাড়িও যেতে পারেন।
রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্ত্রাস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখাও করেছেন তাঁরা। পাল্টা হিসেবে রাজ্যের হিংসা পরিস্থিতির জন্য বিরোধীদের তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পরিকল্পিতভাবে হিংসার ঘটনা ঘটিয়ে বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে।’
ওয়াকিবহাল মহলের অভিমত, সন্ত্রাস ইস্যুতে নড়েচড়ে বসেছে নবান্নও। এমন আবহে নন্দীগ্রামে সন্ত্রাস ইস্যুতে শাসক-বিরোধী আজ কোন বার্তা সামনে আনে, সেদিকে নজর রাখছে সব পক্ষ।