পঞ্চায়েত নির্বাচনের গণনাপর্বের আবহে বুধবার অশান্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। তৃণমূল-বিজেপি সংঘর্ষে বুধবার তপ্ত হয় নন্দীগ্রাম-২ ব্লকের ভেকুটিয়া অঞ্চল। হামলার অভিযোগ উঠেছে পদ্মশিবিরের লোকজনের উপর। বৃহস্পতিবার জখম ১১ জনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেন তৃণমূল নেতৃত্ব।
এদিন আহতদের সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। নন্দীগ্রাম-২ ব্লকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, প়়ঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনেও পদ্ম ফুটেছে। অন্য দিকে, নন্দীগ্রাম-১ ব্লক নিজেদের দখলে রেখেছে ঘাসফুল শিবির।