ভারী বৃষ্টিতে ভাসছে গোটা উত্তর ভারত। হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ গোটা উত্তর ও উত্তর-পূর্ব ভারতেরই বানভাসী অবস্থা। বিগত এক সপ্তাহ ধরে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে বেড়েছে হরিয়ানার ঘাগ্গর নদীর জলস্তর। ফলে ভাসছে হরিয়ানা। বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখতে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক ঈশ্বর সিং। কিন্তু সেখানে যেতেই বিধায়ককে সপাটে চড় মারলেন এক মহিলা। ক্ষোভ উগরে দিয়ে তিনি বিধায়ককে প্রশ্ন করলেন, ‘এখন কেন এসেছেন’?
রিয়ানার বন্যাদুর্গত ঘুলা এলাকায় দেখতে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক। স্থানীয় বাসিন্দারা বিধায়ককে দেখতে পেয়েই ঘিরে ধরেন। জমা জল নিয়ে অভিযোগ জানাতে শুরু করেন। হঠাৎই এক মহিলা রেগে তেড়ে আসেন এবং বিধায়ককে সপাটে চড় মারেন। বিধায়ককে তিনি প্রশ্ন করেন, ‘এখন কেন এসেছেন’?
জানা গিয়েছে, গ্রামের পাশেই ছোট একটি বাঁধ থেকে জল ছাড়ায় গোটা গ্রাম প্লাবিত হয়। চড় খেয়ে হকচকিয়ে যান জেজেপি বিধায়ক। পরে নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ‘ওই মহিলা বলছিলেন যে আমি বাঁধ খুলে দিতে চেয়েছিলাম। যদিও আমি ওনাকে বোঝাই যে এটা প্রাকৃতিক বিপর্যয়। বিগত কয়েকদিন ধরেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে’।
চড় মারার জন্য তিনি ওই মহিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবেন না বলেই জানান বিধায়ক। তিনি বলেন, ‘আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি। ওনার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করব না’।