বিজেপিশাসিত ত্রিপুরায় হঠাৎই ছড়াল আতঙ্ক। বুধবার ত্রিপুরেশ্বরী মন্দির-সংলগ্ন দিঘি থেকে উদ্ধার হল একটি নরকঙ্কাল! এদিন প্রাতঃভ্রমণকারীরা কল্যাণ সাগরে মানুষের মাথা ভাসতে দেখেন। তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে। কে বা কারা নরকঙ্কাল ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এপ্রসঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, তিনি খবর পেয়ে মন্দিরে ছুটে আসেন। যদি এটি নরকঙ্কাল হয়ে থাকে, তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। শোধন না করা পর্যন্ত দেবীর কাজে নাকি এই জল ব্যবহার করা যাবে না। রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করেছে। শুরু হয়েছে তদন্ত।