তিনমাসে সর্বাধিক উচ্চতায় পৌঁছল মূল্যবৃদ্ধি। বুধবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী খুচরো পণ্যের মূল্যস্ফীতি জুনে তিন মাসের মধ্যে সর্বোচ্চ ৪.৮১ শতাংশে পৌঁছেছে। প্রাথমিকভাবে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকেই এর জন্য দায়ী করা হয়েছে।
বাজারে গত একমাস ধরেই সমস্ত আনাজের দাম সীমা ছাড়িয়েছে। চাল, ডাল ইত্যাদিও রোজ মহার্ঘ হচ্ছে। তারই প্রতিফলন সরকারি পরিসংখ্যানে। এর আগে মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৩১ শতাংশ। অর্থাৎ মাত্র ৩ মাসে প্রায় ৫০ শতাংশ বেড়েছে মুদ্রাস্ফীতি। তবে এতে বিশেষ উদ্বেগের কারণ নেই বলেই দাবি করছে কেন্দ্র। সরকারের দাবি, এই মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।
বিশেষজ্ঞদের বক্তব্য, খাদ্যশস্য এবং ডালের দামবৃদ্ধির জেরেই মুদ্রাস্ফীতি কিছুটা চড়েছে। জুন মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তা রীতিমতো চমকপ্রদ। বলা হচ্ছে, জুনে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি হয়েছে ৪.৫ শতাংশ। যা আগের মাসে ছিল ২.৯৬ শতাংশ। বাজারে খাদ্যশস্য বিশেষ করে কাঁচা সবজির দাম এতটাই বেশি যে মধ্যবিত্তর পক্ষে সেটা রীতিমতো চিন্তার হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই বাজারে গেলে দামি সবজিগুলিকে এড়িয়ে যাচ্ছেন।