আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে ফুটবলজীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন লিওনেল মেসি। বার্সেলোনা, প্যারিস সঁ জরমঁ-র পর আমেরিকায় খেলাথ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেখানেও নিজের সেরাটাই দিতে চান মেসি। তাঁর খেলার মানসিকতা এক রকম থাকবে বলেই জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। কাতারে বিশ্বকাপ জিতেছেন গত বছর। এবার উত্তর আমেরিকায় ডেভিড বেকহ্যামের ক্লাব মায়ামিতে খেলার জন্য সই করেছেন তিনি। মেসি বলেন, “নিজের সিদ্ধান্তে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি। আমার মানসিকতায় কোনও বদল হবে না। যেখানেই খেলি, যে ক্লাবের হয়ে খেলি, নিজের ১০০ শতাংশ দেব। নিজের সেরাটা দেব আমি।” উল্লেখ্য, কোপা আমেরিকাজয়ী মেসি মায়ামির সঙ্গে দু’বছরের চুক্তি করেছেন। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ হবে আমেরিকায়। সেই সঙ্গে আয়োজক দেশ হিসাবে থাকবে কানাডা এবং মেক্সিকো।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে ফুটবল খুব বেশি জনপ্রিয় নয়। তেমন একটি দেশে মেসি খেলার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই অবাক হন। যদিও মেসি আমেরিকায় যাওয়ায় সে দেশের ফুটবলের জনপ্রিয়তা কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের আগে যা ফিফার জন্য লাভজনক হতে পারে। মেসির জন্য প্রহর গুনছেন ইন্টার মায়ামি সমর্থকেরা। আগামী রবিবার মেসিকে নিজেদের ফুটবলার হিসাবে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করাবে ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে স্বাগত জানাতে মায়ামি জুড়ে সাজো সাজো রব। ক্লাবের বিশেষ প্রস্তুতিতে নিজেই হাত লাগিয়েছেন অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম।