যোগীরাজ্যের একটি শপিং মলে হঠাৎই লাগল ভয়াবহ আগুন! বৃহস্পতিবার দুপুরে গ্রেটার নয়ডায় ঘটনাটি ঘটে। আতঙ্কের বশবর্তী হয়ে শপিং মলের চারতলা থেকে ঝাঁপ দিলেন বেশ কয়েক জন। পুলিশ সূত্রে খবর, আজ পশ্চিম গ্রেটার নয়ডার বিষরাখ থানার গৌর সিটি ১, অ্যাভিনিউ ১ শপিং মলে আগুন লাগে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই শপিং মলে থাকা লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাঁচার জন্য শপিং মলের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদের মধ্যে কয়েক জনকে শপিং মলের চারতলা থেকে কয়েক জনকে ঝুলতে দেখা যায়। প্রাণ বাঁচাতে ঝাঁপও দেন তাঁরা।
প্রসঙ্গত, উক্ত ঘটনায় কতজন আহত হয়েছেন বা কারও মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিক ভাবে দমকল অনুমান করছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে স্পষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, শপিং মল থেকে লোকজনদের নিরাপদে বার করে আনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।