ভোটের আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের বিজয়োৎসব পালন করা হবে। কিন্তু রাজ্যে ভোট হিংসা এবং দলীয় কর্মীদের মৃত্যুর জেরে একুশের মঞ্চ থেকে ‘শ্রদ্ধা দিবস’ পালন করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘২১ জুলাই আমরা উদযাপন করব না। আমাদের অনেক লোক ভোট-পরবর্তী হিংসায় মারা গিয়েছে। বিএসএফ অনেককে গুলি করেছে। তাই আমরা ওই দিনটাকে ‘শ্রদ্ধা দিবস’ হিসাবে পালন করব। শহিদ পরিবারের জন্য বেলা ১২ টায় সময় শহিদ দিবস পালন করা হবে। যে মানুষগুলো বিজেপির আমলে সিপিএমের আমলে মারা গেছেন সবার জন্য। ’
তিনি আরও বলেন, ‘ভোট হয়েছে ৭১ হাজার বুথে, আর গন্ডগোল হয়েছে ৭টি বুথে। কোনও মৃত্যুই কাম্য নয় যারা মারা গিয়েছেন তাদের জন্য আমি দুঃখিত। ১৯ জন মারা গিয়েছেন। এদের মধ্যে ১০জন আমাদের।’ যাঁরা মারা গিয়েছেন দল নির্বিশেষে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি।