মহারাষ্ট্রে ফের ঘনীভূত হল রাজনৈতিক জটিলতা। ক্রমশ মাথাব্যথা বাড়ছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। মন্ত্রিসভা সস্প্রসারণ করতে গিয়ে কার্যত ঘাম ছুটেছে তাঁর। কারণ, সদ্যই দল ভেঙে সরকারে যোগ দেওয়া এনসিপি নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারদের দাবি। চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি অর্থ, জল সম্পদ, হাউসিংয়ের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর দাবি করেছেন অজিত পওয়াররা। প্রথম দাবিতে শিন্ডের আপত্তি না থাকলেও দফতরের দাবি মানতে নারাজ মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে মহারাষ্ট্রে ৪২ জন মন্ত্রী হতে পারলেও শিন্ডে মন্ত্রিসভায় রয়েছেন ২৮ জন। ফলে এনসিপির দাবি মেনে নিতে মুখ্যমন্ত্রীর কোনও সমস্যা নেই। কিন্তু যে দফতররগুলি দাবি করা হয়েছে, তা মেনে নিলে অন্য সমস্যার সৃষ্টি হবে। যাঁদের হাতে এই দফতরগুলি রয়েছে, তাঁদেরকে রাজি করানোটা মোটেই সহজ নয় বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।
এমতাবস্থায়, অজিত পওয়ার-সহ এনসিপি বিধায়কদের সঙ্গে রাতভর বৈঠক করেও সুরাহা খুঁজতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠকে এনসিপির চারজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সংকট তৈরি হয়েছে দফতর বণ্টনকে কেন্দ্র করে। জানা গিয়েছে, অজিত পওয়াররা যে দফতর গুলি দাবি করেছেন তার সবকটি দিতে নারাজ শিন্ডে। অজিত পওয়ার শিবির থেকে যে চারজনকে মন্ত্রী করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রবীন ছগন ভুজবল, দীলিপ ভালসে পাটিল ও হাসান মুসরিফ। মন্ত্রীসভায় যে ১৪ জনকে যুক্ত করা হবে, তার মধ্যে চারটি এনসিপিকে ছেড়ে বাকি দশটির মধ্যে পাঁচটি করে নেবে বিজেপি ও শিবসেনা, এমনই জানাচ্ছে সূত্র। কারণ, বর্তমান মন্ত্রিসভা থেকে শিবসেনার কাউকেই অপসারিত করতে রাজি নন মুখ্যমন্ত্রী।