এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। এখনও পর্যন্ত পঞ্চায়েতের বলি হয়েছেন ৪২। তার সিংহভাগই ঘসফুল শিবিরের। অনেক ক্ষেত্রেই বিরোধীদের দিকেই উঠেছে আঙুল। এরই মাঝে এবার নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল।
শাসক দলের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়। ঘটনায় আহতদের নন্দীগ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর জখম কয়েকজনকে তমলুকে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলেছে শাসক দল। অভিযোগ হামলার নেপথ্যে রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।