ভোট মিটে গেলেও স্তিমিত হয়নি অশান্তির আবহ। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরও রাজ্যের কিছু জায়গায় অব্যাহত হিংসা। ভোটের ফলাফল প্রকাশিত হতেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার হল তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ।
প্রসঙ্গত, মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের ভোটার বিপ্লব। এই বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। অভিযোগ, তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল বিজেপি। বুধবার সকালে বিপ্লবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিপ্লবকে। ইতিমধ্যেই এ নিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুনীদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিশ।