রাজ্যের অন্যান্য স্থানে বর্ষার ইনিংস অব্যাহত থাকলেও ভরা আষাঢ়ে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। কলকাতা-সহ গাঙ্গেয় বাংলায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে গত মাসেই। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। যদিও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন রাজ্যজুড়েই একই রকম আবহাওয়া বজায় থাকবে। উত্তরে চলবে ভারী বৃষ্টি। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরমও থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপাতত লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। মালদহ এবং উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলো, যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে ২০০ মিলিমিটারের মাত্রা।
পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বটে, তবে তার জেরে অস্বস্তি কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম থাকবে আরও কিছুদিন। জেলাগুলিতে আপাতত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রারও বিশেষ হেরফের হবে না। ফলে আগামী কয়েকদিন আবহাওয়া মোটের উপর একই রকম থাকবে। এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ সকাল থেকেই কলকাতায় চলছে মেঘ-রোদ্দুরের লুকোচুরি। দিনভর আবহাওয়া এরকমই থাকবে বলে জানা গেছে আলিপুর সূত্রে। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৫%। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।