পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই ফের বিপাকে পড়ল বঙ্গ গেরুয়াশিবির। এবার পুরনো মামলায় গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের জেলার বিজেপি নেতা কণিষ্ক পণ্ডা। তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করল মারিশদা থানার পুলিশ। সকাল থেকেই তাঁর বাড়ি ঘিরেছিল পুলিশ। বিকেলে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের কাঁথির নেতা কণিষ্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। ২০২১ সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তিনিও নাম লেখান গেরুয়াশিবিরে। যদিও কণিষ্কর রাজনৈতিক কেরিয়ার বেশ পরিবর্তনশীল। প্রথমে কংগ্রেসের কর্মী ছিলেন। পরিবর্তনের সরকারে তৃণমূলে নাম লেখান তিনি।
এরপর ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জয়লাভ করেন কণিষ্ক। পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। এরপর একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর অনুগামী হয়ে বিজেপিতে যোগ দেন। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। ২০১৮ সালে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের টিকিটের প্রার্থী হয়ে জয় লাভ করে পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। অনুগামী হিসেবে পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর অনুগামী হয়ে কণিষ্ক পণ্ডাও দলবদল করেন। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের ফলাফলে কাঁথির বেশিরভাগ জায়গায় জয় পেয়েছে তৃণমূল। অনেকটাই পিছনে বিজেপি। আর এই আবহেই কণিষ্ক পণ্ডাকে পুরনো মামলায় গ্রেফতার করল পুলিশ। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় জেলার পদ্ম-নেতৃত্ব।