মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের গণনাপর্ব ও ফল ঘোষণা। আজ, বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট চলাকালীন রাজ্যের নানান স্থানে ঘটে যাওয়া হিংসার ঘটনা প্রসঙ্গে দুঃখপ্রকাশও করেন তিনি। বললেন, “হিংসা চাইনি, তা সত্ত্বেও বহু মানুষ পরিস্থিতির শিকার।” পাশাপাশি ভাঙড় ও মুর্শিদাবাদের অশান্তির দায় বিরোধীদের কাঁধেই চাপালেন তিনি। বললেন, “কোনও মৃত্যুই কাম্য নয়। তবে বেশিরভাই মৃত্যু হয়েছে আমাদের কর্মীর। ১৯ জনের প্রাণ গিয়েছে।” কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভাঙড়ে অশান্তি হল কী করে, সেই প্রশ্ন তুললেন মমতা। তাঁর দাবি, রাজ্যে যেখানে অশান্তি হয়েছে সেগুলি বরাবরই অশান্তি প্রবণ এলাকা। মমতা জানান, রাজ্যের মাত্র দুটি জেলায় অশান্তি হয়েছে। কিন্তু ইতিমধ্যেই মৃত্যু নিয়ে বিরোধীরা রাজনীতি শুরু করে দিয়েছে।
সাংবাদিক সম্মেলন থেকে জনসাধারণের উদ্দেশে মমতার বক্তব্য, “আমার আবেদন শান্তি, সম্প্রীতি বজায় রাখুন। বাংলা ভাঙতে দেব না। বিজেপির প্ররোচনায় পা দেবেন না।” এদিন কংগ্রেস ও সিপিএমকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষে তিনি বলেন, “সাধ্য মতো চেষ্টা করেছি। যদি নবজোয়ার করে মানুষের ঘরে ঘরে শান্তির বার্তা না দেওয়া হত তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। যা ঘটেছে চেষ্টা করব আগামীতে যেন না ঘটে। ভোটের জন্য আমাদের কর্মীদের অনেক পরিশ্রম করতে হয়েছে। সকলকে অভিনন্দন। আমরা হয়তো ৯০ শতাংশ। কোথাও কোনও ভুলত্রুটি থাকলে প্রশাসনিক স্তরে পদক্ষেপ হবে।” পাশাপাশি, আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই রাজ্য সরকারের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।