রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সবুজ ঝড়ের পর কংগ্রেস কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, “দিল্লীতে দোস্তি আর বাংলায় কুস্তি’ চলবে না। মমতা বলেন, “এখানে আমাকে গালাগাল করবেন, আর দিল্লীতে আপনাকে নৈবেদ্য সাজিয়ে দেব!” চব্বিশের লোকসভার আগে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।
উল্লেখ্য, লোকসভায় বিজেপি-বিরোধী জোটে একসঙ্গে লড়ছে কংগ্রেস, তৃণমূল এবং বামেরা। ইতিমধ্যে সেই বিরোধী জোট নিয়ে একদফা বৈঠকও হয়ে গিয়েছে। এর মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজেছে। সময় যত গড়িয়েছে, ততই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর মমতার সাফ বার্তা, কংগ্রেসের এমন দ্বিচারিতা চলবে না। বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। কিন্তু রাজ্যে তৃণমূলকে হারাতে পরোক্ষ বিজেপিকে সমর্থন তিনি মেনে নেবেন না একেবারেই।