বিগত ২৭শে জুন উত্তরবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনা, কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। সেই ঘটনায় বাঁ পায়ে হাঁটুতে চোট পেয়েছিলেন মমতা। কোমরে ফিমার বোনেও আঘাত লেগেছিল। তারপর এসএসকেএমে চিকিৎসকদের দেখিয়ে বাড়িতে কার্যত ঘরবন্দী ছিলেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এখন কদিন যত কম মুভমেন্ট করবেন, ততই তাঁর পক্ষে ভাল। তবে একটু সুস্থ হতেই বুধবার নবান্নে এলেন মমতা। গাড়িতে নেমে বেশ ধীর পায়ে এগোলেন লিফটের দিকে।
প্রসঙ্গত, এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছিলেন, আপাতত মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি চলবে। গত ৬ই জুলাই মুখ্যমন্ত্রীর হাঁটুতে মাইক্রো সার্জারি হয়েছে। হাঁটুতে ফ্লুইড জমেছিল। তার বের করা হয়েছে। এর পর আরও তিন চার দিন বাড়িতে বিশ্রাম নেওয়া ছিল বাধ্যতামূলক। কলকাতায় থাকলে নিয়মিত নিজের সচিবালয়ে এসে দফতরের কাজকর্ম সারেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরবঙ্গের ওই কপ্টার দুর্ঘটনার পর থেকে তিনি আর নবান্নে আসতে পারেননি। মঙ্গলবার পঞ্চায়েতের ভোট গণনা থাকলেও ব্যালটের কারণে গণনার সম্পূর্ণ কাজ শেষ হতে কোনও কোনও এলাকায় বুধবার ভোর গড়িয়ে যায়। ফলে পূর্ণাঙ্গ তালিকা সামনে এসেছে বুধবার সকালে। তার পরই আজ নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রী।